প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : অহনা মাল্টিমিডিয়া নির্মিত দীর্ঘ ধারাবাহিকের সূচনা সঙ্গীতে কণ্ঠ দিলেন, হালের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। গানটির কথা লিখেছেন, ইশতিয়াক আহমেদ। সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন, অভিজিৎ জিতু। ক্যামেরাবিমুখ এক তরুণের ফটোগ্রাফার হওয়া, ছবি তোলার পর জীবন এবং জীবনে ঘটে যাওয়া নানাবিধ সংকট আর ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে নাটকটি। নাটকটি নির্মাণ করছেন, প্রান্ত অপূর্ব। নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলের জন্য নির্মাণ করা হচ্ছে। গানটি নিয়ে প্রান্ত অপূর্ব বলেন, এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আগে বেশ কিছু একক নাটক নির্মাণ হলেও এবারই আমরা ধারাবাহিকে আসছি। সেই লক্ষ্যে নাটকটির সাথে দীর্ঘসময় জুড়ে থাকার জন্য একটা সূচনা সঙ্গীত করেছি আমরা। অসাধারণ গেয়েছেন ইমরান। সুর এবং সঙ্গীত আয়োজক অভিজিৎ জিতু বলেন, গানটি নাটকের একটু বড় ক্যানভাসের আদলে তৈরি করা হয়েছে। গানটিতে শ্রোতারা সমসাময়িক গানগুলো থেকে ভিন্ন কিছু পাবে। নাটকটি চ্যানেলে প্রচারের আগে থেকেই সূচনা সঙ্গীতটি ভাইরাল প্রচারণা হিসেবে অনলাইনে প্রকাশ পাবে। নাটকটির নামকরণ চূড়ান্ত হলেও গানের সাথেই সেটা প্রকাশ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।