Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উয়ারী বটেশ্বর নাটকের প্রদর্শনী

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গতকাল সন্ধ্যা ৬.৩০টায় নরসিংদীর টঙ্গীরটেকে আড়াই হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ প্রাচীন নিদর্শনের উপর নতুন আঙ্গিকে নির্মিত ‘উয়ারী বটেশ্বর’ নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মÐলীর সদস্য নূহ-উল আলম লেনিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, জেলা প্রশাসক নরসিংদী আবু হেনা মোর্শেদ জামান এবং পুলিশ সুপার নরসিংদী আমেনা বেগম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ড. সুফি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন একাডেমির নাট্যকলা বিভাগের আলী আহমেদ মুকুল। উদ্বোধনী আলোচনা শেষে প্রদর্শিত হয় আড়াই হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ প্রাচীন নিদর্শনের উপর নতুন আঙ্গিকে নির্মিত প্রতœনাটক ‘উয়ারী বটেশ্বর’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জাবেদ আকাশ, তাজুল হাসান, পলাশ শুভ্র, জাহাঙ্গীর রানা, নিরঞ্জন নীরু, শিশির চৌধুরী, সেলিম রেজা, আবু ইসলাম মো. ইতিহাস, রাশেদ পারভেজ, শায়লা আহমেদ, মোস্তফা কামাল মুরাদ, জাহাঙ্গীর কবির, নুরুন্নার, উত্তম চক্রবর্তী, আজমেরী এলাহী নীতি, সোহানুর রহমান সোহাগ, শাহজাহান, ওয়ালীউল্লাহ ও বিকাশ চন্দ্র মহন্ত প্রমুখ। নাটকটির প্রপস করেছেন পলাশ হেন্ড্রী সেন এবং লাইট তোকদার বাধন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উয়ারী বটেশ্বর নাটকের প্রদর্শনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ