Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে বন্দী রেখে নির্বাচন করার চেষ্টা বুমেরাং হবে -নোমান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে ৫ জানুয়ারী মার্কা আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে, কিন্তু সরকারের সে নীল নকশা বুমেরাং হয়ে যাবে। আমরা আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব। গতকাল (সোমবার) নগরীর রেলওয়ে অফিসার্স ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এখন তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। পুলিশ, র‌্যাব ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। এই অবস্থা বেশীদিন চলবে না। পৃথিবীতে কোন স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, বর্তমান সরকারেরও শেষ রক্ষা হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন। বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু সুফিয়ান, এম এ সবুর, এডভোকেট আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন, এডভোকেট সাত্তার সরোয়ার, জাহাঙ্গীর আলম, এরশাদ উল্লাহ, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ