বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পরিত্যক্ত ব্যাগ থেকে খন্ডিত হাত-পা উদ্ধারের পর এবার কাফরুল থেকে মাথাহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীতে নতুন রাস্তায় এ খন্ডিত লাশ পাওয়া যায়। লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্ঘে পাঠানো হয়েছে। কাফরুল থানার ওসি সিকদার শামীম হোসেন জানান, ওই রাস্তায় একটি ব্যাগের পাশে গলা থেকে নাভী পর্যন্ত খন্ডিত লাশ পাওয়া যায়। সেটি উদ্ধার করে নিকটস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মাথা উদ্ধারের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এর আগে গত ২৭ মে রোববার মগবাজার ফ্লাইওভারের ওপরে একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর দু’টি পা ও একটি হাত পাওয়া যায়। হাতে চুড়ি দেখে ধারণা করা হচ্ছে এটি কোনও নারীর হাত। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও গতকাল পর্যন্ত নিহতের শরীরের অন্যান্য অংশ উদ্ধার, শনাক্ত করন বা জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।