বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৫ জেলেকে আটক করেছেন স্মার্ট পেট্রোলিং টিম-১ এর সদস্যরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকার বন্দেআলী নামক খাল থেকে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল, একটি নৌকাসহ বিভিন্ন মালামাল। আটক জেলেরা হলেন শহিদুল ইসলাম (৩৫), আ. হালিম (২০), মো. সাইফুল (২২), মো. সোবাহান (২৬) ও মো. বাদল হোসেন (২৫)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস, রুহিতা ও বড় টেংরা গ্রামে বলে বনবিভাগ জানিয়েছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন এদিনে বিকেল সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনে জানান, স্মার্ট পেট্রোলিং টিম-১ এর টিম লিডার মো. আ. হান্নানের নেতৃত্বে স্মার্ট দলের সদস্যরা অভিযান চালিয়ে ওই ৫জেলেকে আটক করেন।
এসিএফ জানান, জেলেরা বনবিভাগ থেকে কোনো প্রকার পাসপারমিট (অনুমোতি) না নিয়ে গোপনে অভয়ারণ্যে মাছ শিকার করছিলো। এসময় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা আটক করে তাদেরকে কটকা অভয়ারণ্য কেন্দ্রে হস্তান্তর করে। আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানোর প্রকৃয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।