Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে ফ্ল্যাটে চুরি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

সিলেট নগরীর উপশহরস্থ স্প্রিং টাওয়ার-২ এর ৫ম তলার একটি ‘দুর্ধর্ষ চুরি’ সংঘটিত হয়েছে। ফ্ল্যাট থেকে প্রায়কোটি টাকার মালামাল নিয়েগেছেচোর। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১০টাথেকে ১টার মধ্যে কোনো এক সময় এই ‘চুরি’ সংঘটিত হয়েছে। তবে পুলিশ বিষয়টি রহস্যজনক হিসেবে উল্লেখ করেছে।স জানা যায়, ওই ফ্ল্যাটের বাসিন্দাফেরদৌসী রহমান। তিনি ফ্ল্যাটে একা থাকেন। বাসায় কাজের দু‘জন লোক থাকলেও তাদেরকে সন্ধ্যায় বিদায় করেদেন ফেরদৌসী রহমান। ফেরদৌসী রহমান জানান, গত শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে একটি মিটিংয়ে জন্য ফ্ল্যাটে তালা দিয়েবেরিয়ে যান তিনি। রাত ১টার দিকে ফিরে ফ্ল্যাটের দরজা তালাবদ্ধই পান তিনি। কিন্তু চাবি দিয়ে দরজা খুলেভেতরে ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ করা অবস্থায়দেখতে পান ফেরদৌসী। তিনি দাবি করেন, ‘বাসা থেকে নগদ এক লাখ ২০ হাজার টাকা, ডায়মন্ডের ১০টি রিং, ডায়মন্ডের নেকলেস, সোনার গহনা, একটি আইফোনসহ প্রায় এক কোটি টাকার মালামাল নিয়ে গেছে চোর।’ ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ। অন্যকোনোদিকে গ্রিল বা জানালা ভাঙা হয়নি। তাহলে কিভাবে ভেতরে ঢুকলো চোর? এমন প্রশ্নে ফেরদৌসী রহমান বলেন, ‘ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি বানিয়েই এ কাজ করা হয়েছে বলে সন্দেহ করছি।’ এদিকে, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরীর শাহপরান থানা পুলিশ। শাহপরান থানার ওসি আখতারহোসেন এ ব্যাপারে জানান, ঘটনাটি রহস্যজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্ল্যাটে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ