Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে বিশ্বখ্যাত ‘জোযে’

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সিঙ্গার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ইন্ডাস্ট্রিয়াল স্যুইং মেশিন ব্র্যান্ড জোযে। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার আউটলেটে জোযে স্যুইং মেশিন পাওয়া যাবে।
উল্লেখ্য, চীনে শীর্ষস্থানীয় ইন্ডাস্ট্রিয়াল স্যুইং মেশিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত একটি ব্র্যান্ড ‘জোযে’। অত্যাধুনিক প্রযুক্তি এবং সমৃদ্ধ গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ে ইন্ডাস্ট্রিয়াল স্যুইং মেশিন তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বের ৬০টি দেশে নিজেদের উৎপাদিত পণ্য রপ্তানী করছে। ১৬টি ভিন্ন ক্যাটাগরি এবং ২৬০টি ভিন্ন মডেলের ইন্ডাস্ট্রিয়াল স্যুইং মেশিন রয়েছে জোযে’র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমএইচএম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর ভাজিরা তেন্নাকুন এবং ডিরেক্টর অব হোলসেল অপারেশনস কাজী রফিকুল ইসলাম। এছাড়া জোযে স্যুইং মেশিনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও ক্রিস ইউ এবং ডিরেক্টর এন্ডি লিউসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিঙ্গার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ