পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটার ইসিবি চত্বরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নতুন সিঙ্গার প্লাস শপের যাত্রা শুরু হলো। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম এইচ এম ফাইরোজ ২৪ অক্টোবর সিঙ্গার প্লাস শপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, মার্চেন্ডাইজিং ম্যানেজার আবরারুর রহমান, সেলস ম্যানেজার মো: রফিকুল হাসান, সেলস ম্যানেজার মাহমুদুর রহমান খান, এরিয়া ম্যানেজার মো: সাইদুজ্জামান, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: হুমায়ুন কবিরসহ ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাটিকাটায় নতুন এই সিঙ্গার প্লাস শপ চালু হবার ফলে এলাকাবাসী এখন থেকে সিঙ্গারসহ স্যামসাং, বেকো, স্কাইওয়ার্থ, পৃথ্বী, ডেলের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের অত্যাধুনিক পণ্যসামগ্রী থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন।
আন্তর্জাতিক মার্চেন্ডাইজিং মানদÐ অনুযায়ী সজ্জিত এই শপে ক্রেতারা স্বাচ্ছন্দ্যময় পরিবেশে এবং আনন্দময় অভিজ্ঞতায় পছন্দমাফিক কেনাকাটার সুযোগ পাবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।