Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুক ক্লাব

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

বিল হল্ডারম্যান পরিচালিত কমেডি ফিল্ম ‘বুক ক্লাব’। এটি হল্ডারম্যান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
পেশাগতভাবে সফল তিন ষাটোর্ধ্ব নারী- ডায়েন (ডায়েন কিটন), ভিভিয়ান (জেইন ফন্ডা), শ্যারন (ক্যান্ডিস বার্জেন) এবং ক্যারল (মেরি স্টিনবার্জেন); তাদের প্রত্যেকের জীবনে একটি করে অপূর্ণতা রয়েছে যা তাদের পূর্ণ করতে হবে। ভিভিয়ান একজন সফল হোটেল ম্যাগনেট ভালবাসা এড়িয়ে সে সারা জীবন চটুল প্রেমে মত্ত ছিল।। শ্যারন সুপ্রিম কোর্টের বিচারপতি, বিবাহবিচ্ছেদের পর সে স্বামীর এক তরুণী প্রেম মেনে নিতে পারছে না। ক্যারল বিবাহিতা তবে তার প্রতি তার স্বামীর কোনও আগ্রহ নেই। ডায়েন একজন বিধবা, তার কন্যা তাকে শিশুর মত বিবেচনা করে। ‘ওয়াইল্ড’ নামে একটি বই পড়ার পর তারা তার কোনও অর্থ খুঁজে পেতে ব্যর্থ হয়। ভিভিয়ান তাদেরর ‘ফিফটি শেডস অফ গ্রে’র ক্রিস্টিয়ান গ্রে’র সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অন্যরা ভিভিয়ানের এই বাছাইয়ের সমালোচনা করলেও শেষে কাহিনীতে ডুবে যায়। এ থেকেই তারা জীবনে নতুন এক অনুপ্রেরণা খুঁজে পায়।
ছবিঃ বুক ক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বুক ক্লাব

২৮ মে, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ