পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টপটেন লুজার বা দরপতনের তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি বা ৬০ শতাংশ অবদান করছে জেড ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিগুলো হলো- জিলবাংলা সুগার মিলস, দুলামিয়া কটন, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, শ্যামপুর সুগার মিলস, ইস্টার্ন কেবলস এবং সমতা লেদার কমপেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী সপ্তাহে লুজারের তালিকায় জেড ক্যাটাগরির কোম্পানি বেশিরভাগ শেয়ার দর কমলেও শীর্ষে রয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ২২.৫৬ শতাংশ। কোম্পানির শেয়ার দর কমার কারণ হলো গত সপ্তাহে কোম্পানির এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। রেকর্ড ডেটের পর কোম্পানির বোনাস শেয়ার সমন্বয় হয়েছে। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫৫ লাখ ২৬ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটির মোট দুই কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬.৩৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় সাড়ে ৩ লাখ ৫১ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫.১০ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় এক লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে লুজারের থাকা জেড ক্যাটাগরির অন্য কোম্পানিগুলোর মধ্যে মিথুন নিটিং অ্যান্ড ডাইং ১২.৯৯ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ১২.৫০ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১২.০৬ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্সের ১১.০৭ শতাংশ শেয়ার দর কমেছে। এছাড়া লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সোস্যাল ইসলামী ব্যাংকের ১২.৪৩ শতাংশ, ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের ১১.১৭ শতাংশ এবং কর্তফূলী ইন্স্যুরেন্সের ১০.৮৩ শতাংশ শেয়ার দর কমেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।