রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা
আশাশুনিতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করে আনার পথে ছিনতাই চেষ্টার অপরাধে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার এড়াতে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। থানা সূত্রে জানা গেছে, এসআই গৌতম কুমার ম-ল গত বুধবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার একসরা গ্রামে ওয়রেন্টভুক্ত আসামি অবেদ আলি শিকারীর পুত্র বাচ্চুকে গ্রেফতার করেন। তাকে নিয়ে আসার সময় ইউপি সদস্য শওকত হোসেনের নেতৃত্বে একদল লোক আসামি ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। এ সময় তারা পুলিশকে লাঞ্ছিত করে। পুলিশ কৌশলে আসামি নিয়ে থানায় ফিরে আসে। এ ব্যাপারে পুলিশকে লাঞ্ছিত করা ও কাজে বাধা সৃষ্টির অভিযোগে থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। গতকাল শনিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সির নেতৃত্বে এলাকায় অভিযান চালিয়ে মধ্যম একসরা গ্রামের মোকছেদ সানার পুত্র লিয়াকত আলি (৫০), এলাহি বক্স শিকারীর পুত্র নজরুল ইসলাম (৩০) ও মাসুদ মোড়লের পুত্র হাফিজুলকে গ্রেফতার করা হয়। পুলিশি অভিযানে আতঙ্কিত হয়ে এলাকা পুরুষশূন্য হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।