Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাবনার বাজারে হাইব্রিড লিচুর তাপ

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ৬:০৩ পিএম

পাবনায় হাইব্রিড লিচুর গায়ে তাপ বাড়ছে। দেশী এবং বোম্বাই জাতের লিচুর সাথে ক্রস করা লিচু বাজারে এসেছে। পাবনার দাপুনিয়া, বাঁশেরবাদা, ঈশ্বরদীর ছলিমপুর থেকে পাবনা শহর ও উপজেলা বাজারে লিচু উঠেছে। কোন কোন লিচুর গায়ের রঙ অস্বভাবিক লাল। ভেজাল কিনা তা এখনও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। কৌশলী লিচু ব্যবসায়ীরা বাগানেই কাপড়ের রঙ স্প্রে কওে বলে জানা গেছে। তারপরও মওসুমী ফল লিচু বলে কথা । রোজদারদের ইফতারেই শুধু নয়, বাড়িতে খাওয়ার জন্য লিচু কিনছেন ক্রেতা সাধারণ। একশত লিচু আড়াইশত টাকা দরে বিক্রি হচ্ছে। লিছু খুব সল্প সময়ের ফল । তাই মওসুমের শুরুতেই মওসুমী ফল লিচু কিনতে হচ্ছে। এই লিচুর চালান শেষ হওয়ার পর বাজারে আসবে দিনাজপুর, রাজশাহীর নামকরা বোম্বাই লিচু। এর দাম হবে চড়া। ক্রেতা সাইদুল ইসলাম জানালেন,পাবনার এই লিচু আড়াইশত টাকা দরে তিনি কিনেছেন। বোম্বাই লিচু পবিত্র রোজার শেষ দিকে বাজারে আসবে। ধরে নেওয়া যায় এই লিচুর দাম কমপক্ষে ৩শত থেকে সাড়ে ৩ শত টাকার কম হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইব্রিড লিচু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ