Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়ন দৌড়ে প্রধান দুই দলের ৬ প্রত্যাশী

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
মির্জাপুরের বানাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেনের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে জানা গেছে। আওয়ামী লীগে ৪ ও বিএনপির ২ প্রার্থী তাদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহে পর মনোনয়ন পেতে তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। অপরদিকে বর্তমান চেয়ারম্যান মো. ফারুক হোসেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দুই দলের ৬ প্রার্থীই দলীয় মনোনয় পেতে তাদের বিগত দিনের দলীয় কর্মকা- নানাভাবে দলের হাইকামান্ডের সামনে উপস্থাপনের চেষ্টা করছেন। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান চাপমুক্ত থেকে গণসংযোগ করে যাচ্ছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। বানাইল ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম কবির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আনিসুর (হুমায়ূন), ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান মতি, বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল সিকদার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন। অপরদিকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডি এম শওকত আকবর এবং উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বানাইল ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ইঞ্জিনিয়ার হাসান উদ্দিন লিটন বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দুই দলের ৬ প্রার্থীই তাদের নিজ নিজ দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে তারা প্রত্যেকেই দলীয় সিদ্ধান্ত মেনে নিবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বানাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, ২০০৮ সালের আগ পর্যন্ত বানাইল ইউনিয়ন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। জাতীয় ও স্থানীয় নির্বাচনে বরাবরই বিএনপি এখানে ভোট বেশি পেয়ে থাকতো। গত ২০১১ সালের নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থী ডি এম শওকত আকবরের প্রতিদ্বন্দ্বিতা হলেও হাজার ভোটের ব্যবধানের পরাজিত হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওই সময়ের চেয়ারম্যান মো. আলী হোসেনের ভরাডুবি হয়। এই ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেনের শক্ত অবস্থান রয়েছে বলে সরেজমিন গিয়ে জানা গেছে। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কাজের ছুঁয়া বানাইল ইউনিয়নেও লেগেছে। আর এই উন্নয়ন কাজের কারণে আগামী ইউনিযন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ বলেন, বানাইল ইউনিয়ন বিএনপির ঘাঁটি। ইতোমধ্যে দুইজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং দীর্ঘদিন ধরে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে দল সমর্থিত প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে বলে তিনি বিশ্বাস করেন। নির্বাচন অফিস সূত্র জানান, ২২.৯০ বর্গ কিলোমিটার আয়তনের বানাইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৯৪২৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মনোনয়ন দৌড়ে প্রধান দুই দলের ৬ প্রত্যাশী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ