Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোরাই পথে আনা চট্টগ্রামে দুই ট্রাক ভারতীয় শাড়ি ও পোশাক উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

নগরীতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা কয়েক কোটি টাকার ভারতী শাড়ি ও বিভিন্ন পোশাক জব্দ করা হয়েছে। কোতয়ালী থানার দেওয়ানজী পুকুর পাড়ে অভিজাত শাড়ির দোকান অর্ণব স্টোরে গতকাল (শুক্রবার) এ অভিযান চালিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। জব্দ করা শাড়ি ও পোশাকের দাম প্রায় কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব কর্মকর্তা মোঃ মোরশেদ আলী চৌধুরী। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে ওই দোকান থেকে দুই ট্রাক পোশাক জব্দ করা হয়। অভিযানে র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরাও ছিলেন।
রাজস্ব কর্মকর্তা মোরশেদ আলী চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্ণব স্টোর থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি এবং জব্দ করা হয়। এসব পোশাক ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা হয়েছে। বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব মালামাল এনেছে। তারা আমদানির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জব্দ করা পোশাকের দাম কয়েক কোটি টাকা হবে বলে জানিয়েছেন মোরশেদ আলী। তিনি জানান, সঠিকভাবে দাম নির্ধারণের পর অর্ণব স্টোরের মালিকের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের হবে।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চালু থাকা অর্ণব স্টোর বিয়েসহ বিভিন্ন উৎসবের পোশাকের জন্য ক্রেতাদের কাছে সমাদৃত। অর্ণব স্টোরের মালিক গোপাল কৃঞ্চ নন্দী সাংবাদিকদের বলেন, পোশাকগুলো আমদানি করিনি। যারা আমদানি করেন, তাদের থেকে কিনেছি। এ সংক্রান্ত বৈধ কাগজপত্র আমরা তাদের দিয়েছি। কিন্তু তারা মূসক ডকুমেন্ট চেয়েছে। এই ডকুমেন্ট তো আমাদের কাছে নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ