Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথশিশুদের নতুন কাপড় দিলেন সাবেক মেয়র এম মঞ্জুর আলম

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

হতদরিদ্রদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরনের পর এবার পথ শিশুদের ঈদের নতুন কাপড় দিলেন চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলম। আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল নগরির উত্তর কাট্টলীতে পথ শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম বলেন, আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরিধান করে ঈদ পালন করে থাকে। কিন্তু সমাজের অসহায় এসব পথশিশুদের খবর কেউ রাখে না। ঈদের দিনটা যাতে তাদেরও আনন্দের হয় সেই লক্ষ্যে ফাউন্ডেশন সব সময় চেষ্টা করছে ঈদের দিন পথ শিশুদের মুখেও একটু হাসি ফুটাতে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ছেলেদের শার্ট, প্যান্ট মেয়েদের থ্রি-পিস ও ফ্রক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রæপের পরিচালক সারওয়ার আলম, মোঃ ফারুক আজম, সাইফুল আলম, মোঃ সাদিুল আলম, মোস্তফা হাকিম কেজি অ্যান্ড হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য নেছার আহম্মদ, মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বাদশা আলম, মনজুর আলমের দৌহিত্র মোঃ নাভিদ প্রমুখ। উল্লেখ রোজার আগে নগরীর ৪১টি ওয়ার্ডের প্রায় ৫০ হাজার পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেন এম মনজুর আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পথশিশু

৮ জুলাই, ২০২২
২৬ জুন, ২০২২
২ অক্টোবর, ২০২১
২ অক্টোবর, ২০২০
১০ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ