Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে কোরআনী আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সংঘবদ্ধ শক্তির প্রয়োজন -মাওলানা আফজালুর রহমান

মোঃ ওমর ফারুক, ফেনী থেকে | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

রাষ্ট্রীয়ভাবে কোরআনী আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংঘবদ্ধ শক্তির প্রয়োজন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সংঘবদ্ধ শক্তির প্রয়োজন আছে। কিন্তু, আজকে সমাজে ও রাষ্ট্রে কোরআনী শাসন কায়েম নাই, যার কারণে আমাদের দেশে ব্যাপক হত্যা, গুম, চুরিডাকাতি, রাহাজানি অন্যায় জেনা ব্যাবিচার ও মাদকের ব্যবহার বেড়ে চলেছে। কোরআন ১৪শ’ বছর আগে বলেছিল মাদক হারাম, মাদক সেবন করা যাবেনা। আজকে আমাদের সরকারের বুঝে আসছে মাদক কতটা ভয়াবহ, আমরা পরিস্কার বলে দিতে চাই আল্লাহ রাসূল (সাঃ) এ সকল ভবিষ্যত বাণী করে গেছেন, কোরআনে যে সকল বিষয়ে আদেশ আছে, বিধান জারি করা আছে ওই বিধানগুলো অনুযায়ী দেশ চালানো না হয় তাহলে একের পর এক আমাদের সমাজ ব্যবস্থা আমরা ধ্বংসের সিমানায় পৌছে যাবো কোনো উন্নয়ন করতে পারবো না। দেশে রাস্তার উন্নয়ন হবে, মাঠের উন্নয়ন হবে কিন্তু মানুষের ধর্য্যরে উন্নয়ন হবেনা। রাষ্ট্র্রীয় ক্ষমতায় যদি ইসলাম না থাকে, কোরআনী আইন না থাকে তাহলে সে দেশ ধ্বংসের ধারপ্রান্তে চলে যাবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিশ ফেনী জেলা শাখার আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর মাও.আফজালুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, সংঘবদ্ধ শক্তি ছাড়া এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন মানুষকে কোরআনের শাসন বাস্তবায়নের দিকে আহবান না করেন তাহলে এ দেশ স্পেনের মতো হতে দেরি হবে না । গত দুই থেকে তিন বছর আগে গণজাগরণ মঞ হয়েছিল ঢাকার শাহবাগে, ঐ সময় যদি হেফাজতে ইসলাম না আসত তাহলে আজকের বাংলাদেশের চিত্র ভিন্ন হয়ে যেতো। সেখানে কিধরনের অশ্লীলতা বেহায়াপনা চলছিল তা বিশ্ব দেখেছে। কিন্তু তখন হেফজতে ইসলাম ও ওলামায়ে কেরামের প্রতিবাদের কারণে গণজাগরণ মঞ আজকে বঙ্গপোসাগরে ভেসে গেছে। তাই আজকে মুসলমান মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে বাংলার জমিনে হাটতে পারছেন। আজকে আমরা যদি রাজনীতি না করি এক সময় দেখা যাবে মসজিদে আমার কথা বলা বন্ধ হয়ে যাবে,মসজিদ, মাদ্রাসা, ইসলামসহ কিছুই থাকবে না,তখন এদেশে নাস্তিকদের রাজত্ব কায়েম হয়ে যাবে। দেশে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করতে,এ সংঘবদ্ধ শক্তিকে অর্জন করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সামিল হয়ে এ কাজকে আরো ব্যাগবান করার জন্য সবার উদ্যেশ্য আহবান জানান। বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাও.আমির হোসাইনের সভাপতিত্বে ও মাও. ক্বারী আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাও.জালাল উদ্দিন আহম্মেদ, সহ-প্রচার সম্পাদক মাও.হারুন অর রশিদ, খেলাফত মজলিস সোনাগাজী শাখার সভাপতি মুফতি আবদুর রহমান, আর্ন্তজাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা ফেনী জেলা সভাপতি মাও.আবদুল ফাত্তাহ্ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ