Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকার পতনের ডাক দেয়া হবে - ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেনছেন, দেশে মাদক নির্মূল অভিযানের নামে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের টার্গেট কিলিং করা হচ্ছে। মাদক বিরোধী অভিযানের আগে সরকারের ৫ টি সংস্থা একটি তালিকা তৈরী করে। উক্ত তালিকায় মাদক ও ইয়াবার পৃষ্টপোষক কক্সবাজারের এমপি আব্দুর রহমান বদির নাম উঠে এসেছে। সরকারী দলের এমপি হওয়ার কারণে তার বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা নিচ্ছেনা সরকার। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন মুক্তি না দিলে ঈদের পরে গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতনের ডাক দেওয়া হবে। তিনি গতকাল (শুক্রবার) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তা নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, ছাত্রদল শক্তিশালী হলে বিএনপি শক্তিশালী হবে। খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে সরকার চরম সীমা লংঘন করছে। কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আতাউল্লাহ স¤্রাটের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা জিএম সালাহউদ্দিন কাদের আসাদ ও আল মামুন সাদ্দামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, কামরুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন, মোঃ আজিম তালুকদার, সাদেকুর রহমান রিপন, শাকির উর রশিদ, ইদ্রিস আলী, আলিফ উদ্দিন রুবেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ