Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে হঠাৎ ডায়েরিয়ার প্রকোপ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

ঝিনাইদহে হঠাৎ করেই ডায়ারিয়া ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে ঝিনাইদহ ও শৈলকুপার বিভিন্ন গ্রাম থেকে ৭৪ জন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রচন্ড গরম ও আবহাওয়াগত কারণে হঠাৎ ডায়ােিয়ার প্রকোপ বলে মনে করছেন চিকিৎসকরা। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপুর্ব কুমার জানান, শৈলকুপার চড়াইয়ের বিল, ঝিনাইদহ শহরের কাঞ্চননগর ও কাঞ্চনপুর পাড়ার প্রায় ৭৪ জনকে হাসপাতালের ডায়ারিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের অন্য ভবনে ডায়রিয়ায় আক্রান্তদের জায়গা দেওয়া হচ্ছে। ডাঃ অপুর্ব কুমার জানান, গরমের কারণে এমনটি হচ্ছে। কারণ বৃহস্পতিবার দুপুর পর থেকেই খারাপ আবহাওয়া বিরাজ করছে। তিনি জানান সর্বশেষ রেকর্ড মতে শুক্রবার দুপুর পর্যন্ত ৭৪ জনকে ভর্তির পর চিকিৎসা দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়েরিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ