Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম্যে হজযাত্রীরা প্রতারিত হচ্ছে -বি এইচ হারুন এমপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:২৯ পিএম, ২৪ মে, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ২০১৮ সনের হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে চলছে। হজযাত্রীদের সেবা নিশ্চিতকরণে সর্বাত্বক প্রচেষ্টা চালাতে হবে। এক শ্রেণীর মধ্যসত্বভোগীদের দৌরাত্ন বৃদ্ধি পাওয়ায় হজযাত্রীরা প্রতারিত হচ্ছে। হজ নিয়ে কোনো প্রকার প্রতারণা ও দুর্নীতি বরদাশত করা হবে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনস্থ একটি হোটেলে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি ও বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বি এইচ হারুন এমপি প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাবের সভাপতি আব্দুস ছোবহান ভূইয়া ও মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম, ব্যাংকের শরীয়া’হগ সুপারভাইজরী কমিটি’র চেয়ারম্যান ড. এম শমশের আলী ও ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ