Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পরীক্ষার দাবিতে চবির নৃবিজ্ঞান বিভাগে তালা

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ৬:১৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার রুটিনের দাবিতে নৃবিজ্ঞান বিভাগের অফিসে কক্ষে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। আজ দুপুর সাড়ে ১২ টারর দিকে সমাজবিজ্ঞান অনুষদের এ ঘটনা ঘটে। প্রায় আধ ঘণ্টা পর প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তারা তালা খুলে দেয়।
শিক্ষার্থীরা জানান, সমাজবিজ্ঞান অনুষদের অন্যান্য সকল বিভাগের ৪র্থ বর্ষের পরীক্ষা শেষ । কিন্তু নৃবিজ্ঞান বিভাগে এখনো পরীক্ষার রুটিন দেয়া হয়নি। এছাড়াও সামনে নির্বাচনী ঝামেলা শুরু হলে সবাই সেশন জটে পড়তে পারে। এই আশঙ্কা থেকেই তারা বিভাগে তালা দেয়।
এই ব্যাপারে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ড. এন এম সাজ্জাদুল হক জানান, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আমারা শিক্ষার্থীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
এ বিষয়ে চবি প্রক্টর মো. আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, পরীক্ষার দাবিতে শিক্ষার্থীরা নৃবিজ্ঞান বিভাগের অফিসে তালা মেরেছে শুনে। প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গেলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়। আমরা নৃবিজ্ঞান বিভাগকে দ্রুত পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীক্ষার দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ