Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আশ্বস্ত করা হল ফিলিস্তিনি প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কে

সউদী মন্ত্রিসভার বৈঠকে যুবরাজ মোহাম্মদ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ৫:১১ পিএম

আরব নিউজ : সউদী বাদশাহ প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে পুনরায় আশ্বস্ত করা হয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের স্বাস্থ্য সম্পর্কে। খোঁজখবর নিতে ফোন করা হলে তাকে আশ্বস্ত করা হয়। সউদী প্রেস এজেন্সি গতকাল বুধবার এ খবর দিয়েছে।
গত সপ্তাহে ছোটখাট অস্ত্রোপচারের পর জটিলতার কারণে আব্বাসকে পশ্চিম তীরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রামল্লার একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, আব্বাস পরে আবার হাসপাতালে ফিরে যান কারণ তার তাপমাত্রা উচ্চ ছিল ‘তাই ডাক্তারের পক্ষ থেকে তাকে হাসপাতালে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়।’
সউদী যুবরাজ মোহাম্মাদ বিন সালমান গত মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকে অংশগ্রহণ করেন যেখানে বাদশাহ সালমান ফিলিস্তিনি নেতার সাথে তার ফোন কল সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ