Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে স্বামী-সতীনের নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী-সতীন পলাতক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ৪:২৫ পিএম

দিনাজপুরের বিরলে পাষণ্ড স্বামী ও সতীনের অমানুষিক নির্যাতনের শিকার পারভীন আকতার (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পলাশবাড়ী ইউপি’র গ্রাম্য পুলিশ বাদল হোসেনের কন্যা বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে পারভীনের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর হতে স্বামী-সতীনসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের গ্রাম্য পুলিশ বাদল হোসেনের মেয়ে পারভীন আকতারের (৩০) সাথে পাশের ধুলাতৈর গ্রামের সিংড়াপাড়ার রমজান আলীর ছেলে রেজাউল ইসলামের (৩৫) প্রায় পনের বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী রেজাউল পারভীনকে কারণে অকারণে মারপিট করতো। এরই মধ্যে সংসার করাকালীন এক ছেলে ও দুই মেয়ে সন্তানের মা হন পারভীন। পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর জানান, রেজাউল ইসলাম পায় ৮ মাস আগে পাশের বাড়ির সেরাজুল ইসলাম ব্রিটিশের কন্যা শিল্পী আকতারকে প্রেমের সম্পর্ক ধরে দ্বিতীয় বিয়ে করে রেজাউল। তার পরেই শুরু হয় পারভীনের উপর অমানুষিক নির্যাতন।
নিহতের পরিবারের দাবি, স্বামী রেজাউল ও সতীন শিল্পী আকতারের পরিবারের লোকজন অমানুষিক নির্যাতন চালিয়ে মেয়ে ফেলে পারভীনকে বুধবার সন্ধ্যার দিকে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে প্রচার করতে থাকে । পরে এলাকাবাসী ছুটে এলে ২ পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়।
বিরল থানা পুলিশ গৃহবধূ পারভীনের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছেন।
এ ঘটনায় নিহত পারভীনের বাবা গ্রাম পুলিশ বাদল হোসেন বাদী হয়ে বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ