Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সালমাদের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি

নারী টি-২০ বিশ্বকাপ বাছাই

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে বাংলাদেশের। গ্রæপ পর্বে সালমা খাতুনদের অন্য দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।
৭ থেকে ১৪ জুলাই নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে ৮ দলের এই বাছাই পর্ব। এখান থেকে সেরা দুই দল খেলবে ৯ থেকে ২৪ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া নারী টি-২০ বিশ্বকাপে। অন্য গ্রæপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গী থাইল্যান্ড ও উগান্ডা। এবারের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই পাবে আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে ৫ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলবে বাংলাদেশ। ৭ জুলাই খেলবে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। পরের দিন সালমারা মুখোমুখি হবে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে। ১০ জুলাই গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ