বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল (বুধবার) নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বন্দর থানাধীন পোর্ট কানেক্টিং রোডের ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে স্তুপকৃত কাঠ, দোকানের মালামাল ও রাস্তার উপর অবৈধভাবে রাখা ট্রাক অপসারণ করে পোর্ট কানেক্টিং রোডের বিমান চত্বর থেকে ব্রীজ পর্যন্ত রাস্তা ফুটপাত ও নালা অবৈধ দখল মুক্ত করে প্রকৌশল শাখাকে বুঝিয়ে দেয়া হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-১ এর কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।