Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন ভবনে উঠবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ১২:০০ এএম

বঙ্গবন্ধু এভিনিউয়ে নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধনের জন্য দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি বেছে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। গতকাল বুধবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভবনটি ঘুরে দেখেন। ভবন নির্মাণের তদারককারী ও দলের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ নতুন ভবনের উদ্বোধন সম্পর্কে বলেন, আগামী ২৩ জুন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কার্যালয় উদ্বোধন করবেন। যেহেতু ওই দিন আমাদের দলের প্রতিষ্ঠা, তাই সম্ভাব্য দিন ২৩ জুনই ঠিক করা হয়েছে। নতুন ভবন নিয়ে উচ্ছ¡সিত ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি দেশের বৃহত্তম পার্টি অফিস হবে। এটা আমাদের গর্বের বিষয়। পুরনো ভবন ভাঙার প্রায় দুই বছর পর নতুন ভবনে উঠতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম পুরনো দল আওয়ামী লীগ। নবনির্মিত ১০ তলা ভবনের ৬-৭ তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয় থাকবে। থাকবে কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, ক্যান্টিন, সাংবাদিক লাউঞ্জ ও ডরমিটরি। আওয়ামী লীগ নেতারা জানান, সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য বড় পরিসরে আলাদা কক্ষ থাকছে। পুরো কার্যালয়টিতে ওয়াইফাই জোন হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিষ্ঠাবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ