বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য, জীবন সীমিত ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরিচর্যায় ‘মমতাময় নারায়ণগঞ্জ’ নামে একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (ডবিøউএইচপিসিএ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া এবং ডবিøউএইচপিসিএ’র এক্সিকিউটিভ ডিরেক্টর স্টিফেন কোন্নর পক্ষে স্বাক্ষর করেন ডবিøউএইচপিসিএ-এর গেøাবাল এডভোকেসি ডিরেক্টর মিস ক্লেয়ার মার্গারেট মরিস। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সভাপতিত্ব করেন ভিসি ডা. কনক কান্তি বড়–য়া। আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. শহীদুল্লাহ সিকদার, ডা. সাহানা আখতার রহমান, ইন্টারনাল মেডিসিন বিভাগের ডা. মো. আব্দুল জলিল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার ডা. এবিএম আব্দুল হান্নান। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স-এর সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্যালিয়েটিভ সেবাকে ঢাকার বাইরে নারায়ণগঞ্জে প্রসারিত করা একটি অন্যন্য সাধারণ উদ্যোগ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য, জীবন সীমিত ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পরিচর্যায় ‘মমতাময় নারায়ণগঞ্জ’ নামে নেওয়া প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে জায়গা বরাদ্দ দেয়া, ভবন নির্মাণসহ যত ধরণের সহযোগিতার প্রয়োজন তা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।