বগুড়ায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সদর উপজেলার কুকরুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে সুমন (২৮), শাহাজানপুর উপজেলার আব্দুল হাইয়ের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও একই উপজেলার নন্দীগ্রামের মোখলেছুর রহমান (৫২)। তাৎক্ষণিকভাবে অাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল অাজিজ মন্ডল জানান, সকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার ১২ যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পরে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছে বলে জানান এসআই মন্ডল।