Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডান-মেরিনার হাইভোল্টেজ ম্যাচ আজ

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার লিগে দু’দিন আগে দারুণ এক জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চির প্রতিদ্বন্ধী ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে এখন অনেকটাই উজ্জীবিত সাদাকালোরা। আর এমন অবস্থায় ফুরফুরে মেজাজেই আজ আরেকটি হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের মুখোমুখী হচ্ছে মোহামেডান। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকাল ৪ টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দুপুর দুইটায় দিনের প্রথম ম্যাচে মোকাবেলা করবে সাধারণ বীমা ও বাংলাদেশ পুলিশ ক্লাব।
ইতোমধ্যে আবাহনীকে পেছনে ফেলে শিরোপার দৌড়ে এগিয়ে গেল মোহামেডান ও মেরিনার। ৯ খেলা শেষে সবগুলোতে জয় পেয়ে এ দুই ক্লাব সমান ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে আট জয়ের পর মোহামেডানের কাছে প্রথম হারে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে জায়গা পেয়েছে আবাহনী। শুরু থেকেই মেরিনার, আবাহনী ও মোহামেডান শিরোপার দৌড়ে থাকলেও বর্তমানে কিছুটা ব্যাকফুটে আবাহনীই। তবে আজকের ম্যাচে মোহামেডান বা মেরিনার যারাই জয় পাবে তাদের অবস্থায় আরো মজবুদ হবে। তারা এককভাবে উঠে আসবে তালিকার শীর্ষে। এক্ষেত্রে লিগ যে জমে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
এবার মেরিনার ও আবাহনীর চেয়ে ভালো মানের দল গড়তে না পারলেও চিরপ্রতিদ্ব›িদ্ব আবাহনীকে হারিয়ে এখন অনেকটা আলোচনায় মোহামেডান। সাবেক তারকা খেলোয়াড় মওদুদুর রহমান শুভ এবার মোহামেডান কোচের ভুমিকায়। প্রিমিয়ার লিগে এটাই শুভ’র প্রথম দায়িত্ব। আবাহনী-মোহামেডান ম্যাচে কোচ হিসেবে গত পরশু অভিষেক ছিল মওদুদুর রহমান শুভর। অভিষেকেই আবাহনীকে হারিয়ে অনেকটা তৃপ্ত তিনি। তার কথা,‘ আবাহনীকে হারিয়ে আমরা এখন মানসিকভাবে অনেকটাই এগিয়ে। খেলোয়াড়দের বলেছি ধারাবাহিকতা ধরে রাখতে। মেরিনার যথেষ্ট শক্তিশালী দল। তাদের বিপক্ষে খুব সতর্ক হয়ে খেলতে হবে।’
অন্যদিকে চলতি লিগে মেরিনারের প্রধান কোচের দায়িত্ব পড়েছে জার্মান অলিভার কার্টজের উপর। কার্টজ প্রেসবক্সে বসে মোহামেডান-আবাহনী ম্যাচ দেখেছেন। প্রতিপক্ষ মোহামেডান নিয়ে তার মন্তব্য,‘মোহামেডানে জিমির মতো খেলোয়াড় রয়েছে। বক্সের মধ্যে জিমি খুবই বিপদজনক খেলোয়াড়। দলটির বিদেশি খেলোয়াড়রাও ভালো মানের।’ মোহামেডানের সাবেক খেলোয়াড় আশিকুজ্জামান এবার মেরিনারের সহকারী কোচ। আশিকের পরিবারের সাথে মোহামেডানের আতিœক সম্পর্ক। আজকের ম্যাচটি আশিকের জন্য একটু ভিন্ন রকম। তিনি বলেন,‘পেশাদারিত্ব অবশ্যই আগে। মেরিনার জয়ের ধারা অব্যাহত রাখবে সেটাই কাম্য।’ টানা নয় জয়ে দু’দলই যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছে। আজকের ম্যাচে জয়ী দল শিরোপা জয়ে এগিয়ে থাকবে। দুই দলের কোনো খেলোয়াড়ের ইনজুরি বা কার্ড সমস্যা নেই। ঘরোয়া হকির বড় ম্যাচে আম্পায়ারিং একটা বড় বিষয়। মেরিনার-মোহামেডান ম্যাচে আম্পায়ারিং কেমন হয় সেটা দেখার বিষয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ