Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের মাঝে এমেকা-কায়সার-চুন্নুরা

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : মিয়ানমার সরকারের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে কক্সবাজার জেলার রামু, টেকনাফ ও কুতুপালং এর শিবিরসমূহে আশ্রয় নিয়েছে লাখো রোহিঙ্গা মুসলমান। বাংলাদেশ ছাড়িয়ে তাদের দূর্দশা ছুঁয়েছে বিশ্বকেও। তবে শুধুমাত্র দূর থেকেই সমবেদনা জানিয়েই খ্যান্ত হননি সাবেক নাইজেরিয়ান ফুটবলার এমেকা ইউজিগো। পায়ে হেটে ছুটে গেছেন রোহিঙ্গা ক্যাম্পে। দশ দিন আগে ঢাকার হাতিরপুলে অবস্থিত ফিকামলি সেন্টারের প্লাটিনাম জিম থেকে দৌড়ে প্রেস ক্লাব হয়ে কক্সবাজারের অভিমুখে রওনা হন এমেকা। পদযাত্রায় কক্সবাজার পৌঁছেন গত বৃহস্পতিবার। সেখানে নিপীড়িত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, রোহিঙ্গা শিশুদের সাথে এমেকাসহ বাংলাদেশ জাতীয় দলের ফুটবল তারকারা ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করেন। খেলা শেষে শিশুদের মাঝে জার্সি, ট্রফি ও ফুটবল বিতরন করা হয় ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় এমেকার সফরসঙ্গী ছিলেন ওয়াল্ড ফুটবলারস ফোরামের আহবায়ক ড. আব্দুল ওয়াদুদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, সাবেক অধিনায়ক আশরাফ উদ্দীন চুন্নু, সাবেক খ্যাতিমান ফুটবলার হাসান, আলমগীর, বাফুফের রেফারী আব্দুল্লাহ আল কাইয়ুম ও ওয়ার্ল্ড ফুটবলারস ফোরামের ইমতিয়াজ জামান পারভেজ, ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ। ফুটবলের কারণেই বাংলাদেশের সঙ্গে এমেকার সম্পর্ক। ৫ বছর আগে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ ছিলেন এমেকা। সেই থেকে এদেশের প্রতি দায়বদ্ধতা মেটাতেই আবারও ছুটে এসেছেন বাংলাদেশের বিপদে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ