Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্বকাপ জ্বরে কাঁপছে চট্টগ্রাম

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

 

চট্টগ্রাম ব্যুরো : বিশ্বকাপ এলেই যেন আর্জেন্টিনা-ব্রাজিল বিভক্ত হয়ে যায় গাটা বাংলাদেশ। দেশের ফুটবল প্রেমীদের বড় অংশই এ দুই দলের সমর্থক। বিশ্বকাপ এলেই কোন দল সেরা, কে হবে চ্যাম্পিয়ন, কার হাতে শিরোপা, শক্তির বিচারে কে এগিয়ে এসব আলোচনা বিশ্লেষণধর্মী তর্কে মেতে উঠে ফুটবল রোমান্টিকরা। এ নিয়ে চলে নানা প্রতিযোগিতাও। ইতোমধ্যে রাশিয়ায় এ বিশ্বকাপ ফুটবলকে নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে বিভিন্ন দলের পতাকা বিক্রি। দোকানে শোভা পাচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ অংশগ্রহণকারী সকল দেশের পতাকা। কেউ আবার লম্বা বাঁশে রং-বেরংয়ের এসব পতাকা বেঁধে ফেরি করে বেরাচ্ছেন। ছোট-বড় প্রকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব পতাকা। সর্বনিম্ন দাম হচ্ছে ২শ’ টাকা। পাড়া-মহল্লায় সমর্থকরা চাঁদা তুলে কে কত বড় পতাকা তুলতে পারবে তা নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। এছাড়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে বিভিন্ন দলের সমর্থকরা। রাশিয়া বিশ্বকাপ উপলক্ষে বন্দরনগরীরি বিভিন্ন ইলেক্ট্রোনিক্স শো-রুমগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। নতুন টিভিতে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবল লড়াই উপভোগের তোড়জোড় চলছে সর্বত্র। শো-রুমগুলোতে এই বিশ্বকাপ উপলক্ষ্যে চলছে ছাড়ের (ডিসকাউন্ট) মেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ