Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে নিয়ে কূটনীতি খেলায় নামা হবে মস্ত বড় ভুল : পেন্স

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আগামী মাসে অনুষ্ঠিত বৈঠককে সফল করতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কোনো ধরনের কূটনীতিক চাল না চালতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সতর্ক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। মার্কিন নেতা বলেন, ডেনাল্ড ট্রাম্পকে নিয়ে কূটনীতি খেলায় নামার সিদ্ধান্তটাই হবে কিম জং উনের মস্ত বড় ভুল। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্স এসব কথা বলেন। আগামী ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাইক পেন্সও থাকবেন। স¤প্রতি কিমকে লিবিয়ার নেতা গাদ্দাফির সঙ্গে তুলনা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ‘লিবিয়া মডেলে’ উত্তর কোরিয়াকে নিরস্ত্রীমুক্ত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। যার প্রতিক্রিয়ায় আসন্ন এই বৈঠক বাতিলের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তবে, বৈঠকের সামগ্রিক পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলাপ-আলোচনা করতে মঙ্গলবার ওয়াশিংটনে যাবেন দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইন। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ