Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, ৮ মাসের শিশু নিহত

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জম্মু-কাশী¥র সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলি চলার সময় আট মাস বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সোমবার তাকে আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়েছিল। গ্রেটার কাশ্মীরকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল.ইন জানায়, মঙ্গলবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। রবিবার থেকে শুরু হওয়া ওই গোলাগুলিতে আরও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। এর জন্য পাকিস্তানি বাহিনীকে দায়ী করেছে তারা। কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলির সমান্তরালে চলছে পারস্পরিক দোষারোপের খেলা। দিল্লি-ইসলামাবাদ এক বছরের মধ্যে ৪০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পরস্পরের বিরুদ্ধে। উসকানির অভিযোগও করছে উভয় পক্ষই। কাশ্মীর সীমান্তে গত রবিবার থেকে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। আর এরইমধ্যে সে উত্তেজনার শিকার হয়েছে আট মাসের এক শিশু। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, জম্মু-কাশ্মীরের আখনুরের বাসিন্দা ছিল শিশুটি। ঘটনায় সময় সে তার মা-বাবার সঙ্গে ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই একটি গোলা এসে আঘাত করে তাকে। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে টিকে থাকা সম্ভব হয়নি তার। পাল্লানওয়ালা পুলিশ পোস্টের অফিসার ইন চার্জ ইয়াশ পাল গ্রেটার কাশ্মীরকে জানান, চিকিৎসকরা মঙ্গলবার ওই শিশুকে মৃত ঘোষণা করেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আন্তঃসীমান্ত গোলাগুলি এবং শেল নিক্ষেপ অব্যাহত আছে এবং তা আখনুর থেকে সাম্বা পর্যন্ত সব সেক্টরে ছড়িয়ে পড়েছে।’ পিটিআই, এবিপি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ