Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নববর্ষের নামে অপসংস্কৃতি রোধে সরকার ও অভিভাবকদের প্রতিবাদী হতে হবে-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখের নামে এখন যে অনুশীলন চলছে তা অশালীন, ইসলামের নীতি আদর্শ বহির্ভূত। নববর্ষ পালনের নামে বিজাতীয় অপসংস্কৃতি চর্চা ইসলাম তথা মুসলমানদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করছে। বিধর্মীরা মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মুশরেকদের আদর্শ চিন্তা-চেতনা প্রতিষ্ঠা করতে কিছু নামধারী মুসলমান ও নাস্তিকদের ব্যবহার করে এদেশের নতুন প্রজন্মকে ধর্মহীন করার মিশন নিয়ে মাঠে ময়দানে সরকারের প্রশ্রয়ে কাজ করছে।
ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহŸায়ক শাহ্সুফী ইঞ্জিনিয়ার আবদুল হাদী গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, নববর্ষের নামে বেহায়াপূর্ণ অনুষ্ঠানসমূহ নিষিদ্ধ করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার ইসলামের বিপক্ষে নয়। তিনি আরও বলেন, ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এসব অপসংস্কৃতি বর্জন করে মুসলিম যুবক যুবতি এবং অভিভাবকগণকে মহান আল্লাহ তায়ালার অনুকম্পা লাভে সচেষ্ট হতে আহŸান জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নববর্ষের নামে অপসংস্কৃতি রোধে সরকার ও অভিভাবকদের প্রতিবাদী হতে হবে-ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ