বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সখিনা বেগম, স্বামী মৃত সাকিম সরদার, মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের গুহপাড়া গ্রামে। এনআইডি অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৩২ সালের ১৫ জুলাই। সে মোতাবেক ২০১৮ অর্থ্যাৎ চলতি বছর তার বয়স ৮৬ বছর। এই বৃদ্ধা গত ২০ বছর হলো প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বারের দ্বারে দ্বারে ঘুরেও একটি বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কার্ড জোগাড় করতে পারেননি। তার এবং তার দিন মজুর ছেলের অনুনয়-বিনয় আজো শোনেনি কোন জনপ্রতিনিধি বা সমাজসেবা অফিসের কর্তা ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর যুগান্তকারী ও প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে বয়স্ক ভাতা ও বিধবা ভাতা প্রদান একটি মহতি উদ্যোগ। এই ভাতার একজন দাবীদার বৃদ্ধা সখিনা বেগম। এটা শুধু দাবীই নয়; এটা তার প্রাপ্য। অথচ এ প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। মৃত্যুর আগে সখিনা বেগম কোন ভাতার আওতায় আসবেন কি না তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। সোমবার সকালে তিনি তার ছেলে কামাল সরদারকে প্রশ্ন করেছেন, ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবো রে কামাল?’ মায়ের কথার উত্তর দিতে পারেনি ছেলে। তাই বৃদ্ধার ছেলে কামাল দিন মজুরী ফেলে রেখে শহরে ছুটে আসেন সাংবাদিকদের কাছে। তিনি এ ভাবেই জানালেন তার মায়ের আর্তির কথা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।