Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শশ্মান দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা আ.লীগ নেতাকে ক্ষমা চাওয়ার নির্দেশ

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হিন্দু ধর্মাবলম্বীদের শতবর্ষী শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে ভর্ৎসনা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই অপকর্মের জন্য ব্যানার বানিয়ে তা টানানোর পর স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এবং ওই ব্যানারের ছবি আদালতে দেখানোর জন্য বলা হয়েছে। ক্ষমা চাওয়ার অনুষ্ঠানের ছবি আগামী রোববারের মধ্যে হাইকোর্টে উপস্থাপন করতে হবে। এ বিষয়ে ওইদিন পরবর্তী শুনানি এবং আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের উপস্থিতিতে গতকাল রোববার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আজিজুল হকের পক্ষে ছিলেন আইনজীবী লায়েকুজ্জামান মোল্লা।আদালত বলেছেন, স্থানীয় জনগণের কাছে ওই অপকর্মের জন্য শ্মশানে ব্যানার লাগিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ব্যানারে লিখতে হবে,শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ চেষ্টা করে আমি ভুল করেছি। এ ধরনের কাজ আর কোনোদিন করবো না।
আদেশে আরও বলা হয়, ব্যানার টানিয়ে ক্ষমা চাওয়ার অনুষ্ঠানে শ্মশান কমিটিকে উপস্থিত রাখতে হবে। ক্ষমা চাওয়ার অনুষ্ঠানের ছবি আগামী ২৭ মে মধ্যে হাইকোর্টে উপস্থাপন করতে হবে। একইসঙ্গে দখলচেষ্টা ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টি আদালত দেখবে। যদি অস্বীকার করা হয় তাহলে ওই আভিযোগ তদন্ত ছাড়াই আজিজুল হকের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হবে। শতবর্ষী শ্মশান দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হককে তলব করা হলে ঘটনার ব্যাখ্যা দিতে নির্ধারিত দিনে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে সশরীরে হাজির হন। তার উপস্থিতিতে শুনানি করার পর পরবর্তী শুনানির এই আদেশ দেন আদালত। এর আগে গত ১৩ মে এক আদেশে আজিজুল হককে আজ হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ