Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে -আমীর অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি

সিদ্ধিরগঞ্জ (নারায়নগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেছেন, মৃত্যুর স্বাদ একদিন সকলকে গ্রহন করতে হবে। মরমজান মাস সংযমের মাস, সিয়াম সাধনার মাস। এই রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল, রেস্তুরা, অশ্লীলতা, বেহায়াপনা, বন্ধ রাখতে হবে। তিনি শনিবার বিকালে নান্নু মুন্সি জামিয়া কামিয়া মাাদ্রাসায় বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নুর মোহাম্মদ উজ্জ্বল সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রমজান মাসে নিত্য প্রয়োজনী জিনিসপত্রর দাম যাতে বৃদ্ধি না হয় সে জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন আগমন সিএনজি ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালনক জহিরুল ইসলাম রনি মুন্সি , হংকং ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম মনির মুন্সি , মাওলানা ইব্রাহিম খলিল, জহিরুল ইসলাম জহির প্রমুখ। পরে মরহুম নুর মোহাম্মদ উজ্জ্বল সাহেবের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ