প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জেমস ম্যাকটিগ পরিচালিত থ্রিলার ফিল্ম ‘ব্রেকিং ইন’। ‘ভি ফর ভেনডেটা’ (২০০৬), ‘নিনজা অ্যাসাসিন’ (২০০৯), ‘দ্য রেভেন’ (২০১২) এবং ‘সারভাইভার’ (২০১৫) ম্যাটিগ পরিচালিত চলচ্চিত্র।
বাবার মৃত্যুর পর শন রাসেল (গ্যাবরিয়েল উইনিয়ন) যে বাড়িটিতে বড় হয়েছে সেটিতে তার দুই সন্তানকে নিয়ে আসে কয়েকটা দিন থাকার জন্য কারণ এটি বিক্রি হয়ে যাচ্ছে। বাড়িটিতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা আছে এমনই জানত শন। কিন্তু এক অপরাধী তার ছেলে মেয়েটিকে পণবন্দি করে ফেলে। বাইরে আরেকজনকে সে তার মার্শাল আর্টস দক্ষতা দিয়ে তাড়াতে সক্ষম হয় শন। প্রথম লোকটি বাড়ির ভেতর থেকে শনকে জানায় বড় একটি দলের একজন সে তারা বাড়ি থেকে একটি জিনিস নিতে চায়, তাদের সঙ্গে তাল না মেলালে তার সন্তানদের ক্ষতি হবে। কিন্তু শনও বিনা যুদ্ধে ছেড়ে দেবে না।
ছবিঃ ব্রেকিং ইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।