Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোপ অওর হাম

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

নাগেশ শ্রীবাস্তব (নাসিরুদ্দিন শাহ) তার বিশ্বস্ত গর্বও পুরনো ফোটোকপি মেশিনটিকে ফেলার কথা ভাবতেই পারে না। কয়েক দশক এই যন্ত্রটিই তার জীবন চালিয়েছে। সে যন্ত্রটির নাম রেখেছে মি. সোনিকসেন। এটি তার বটে। অতীতে মন্ত্রী আর আমলাদের জন্য কত দলিল যে অনুলিপি করেছে মি. সোনিকসেন তার ইয়ত্তা নেই। বড় ছেলে নীরাজের (আমির বশির) জন্য পদোন্নতিই একমাত্র লক্ষ্য হলেও সে বাবার এই মানসিকতা বোঝে। কিন্তু তার স্ত্রীর কাছে এটি নস্টালজিয়া নয় বরং বাড়ির কিছু জায়গার অপচয়। জায়গাটি তার মেয়ের পড়ার জায়গা হতে পারে। নাগেশ বরাবর তার ছোট নাতী আনুকে (কবির সাজিদ) নিয়ে আতঙ্কে থাকে। সবসময় দুষ্টুমিতে মেতে থাকে সে। কখন যে কী করে ফেলে। নাগেশের ছোট ছেলে নিতিন (নবীন কস্তুরিয়া) দুবাই থেকে বাবার জন্য অত্যাধুনিক একটি ফোটোকপিয়ার নিয়ে এলে নাগেশ তার পুরনোটিকে ভুলে গিয়ে সেটিকে প্রায় তার বন্ধুতে পরিণত করে।
ছবিঃ হোপ অওর হাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ