প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৬’র শুরুতে রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ির খবরটি ছিল সবচেয়ে বড় ধাক্কা। এরপর থেকে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হতে থাকে বিভিন্ন অনুষ্ঠান আর পার্টিতে, এমনকি তাদের আসন্ন ফিল্ম ‘জাগ্গা জাসুস’-এর সেটেও তারা পরস্পরকে এড়িয়ে চলছেন। আর এমনটাই তো স্বাভাবিক যদি তাদের ছাড়াছাড়ি হয়েই থাকে।
তবে সম্প্রতি যে গুজব রটেছে তার যদি কিছুটাও সত্য হয় তাহলে তাদের মাঝে সন্ধি হবার একটি সম্ভাবনা আছে। জানা গেছে এই দুজন নাকি গোপনে মাঝে মধ্যে দেখা করছেন। তবে এই দেখাসাক্ষাৎ করছেন খুব গোপনে সংবাদ মাধ্যমের চোখের একবারে আড়ালে। তাদের এই সাক্ষাতের খবর সত্য কী নয় তা প্রমাণ করার কোন উপায় নেই তবে প্রযোজক ও তাদের দুজনের বন্ধু আরতি শেট্টির পার্টিতে যোগ দিয়ে তারা ‘একেবারে সাক্ষাত নয়’ এমন শপথ ভেঙেছেন।
একটি প্রতিবেদন থেকে জানা গেছে রণবীর পার্টি ছেড়ে যাবার ঠিক পরপরই ক্যাটরিনা স্থান ত্যাগ করেন এবং একই গন্তব্যের দিকে যেতে থাকেন। তারা আপস করছেন না শুধু বন্ধুত্ব বজায় রাখছেন তা শুধু সময়ই বলতে পারবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।