Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কর্নাটকে বিজেপি সরকারের পতন

আস্থাভোটের আগেই বিধানসভায় ইস্তফা ইয়েদুরাপ্পার

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দিনভর টানটান নাটকের অবসান। আস্থাভোটে নামার আগেই ইস্তফা বি এস ইয়েদুরাপ্পার। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজনীয় শক্তি শেষ পর্যন্ত জোগাড় না হওয়ায় কর্নাটক বিধানসভায় ভাষণ দিয়ে আস্থা প্রস্তাব পেশ করেও সরে দাঁড়ালেন বিজেপি মুখ্যমন্ত্রী। ফলে তিনদিনের বিজেপি সরকারের পতন হল। শক্তি সংগ্রহ করতে না পারলে তিনি পদত্যাগ করবেন, এমন ইঙ্গিত ছিলই।
গত শুক্রবারই সুপ্রিম কোর্ট গতকাল বিকাল ৪টায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছিল ইয়েদুরাপ্পাকে। রাজ্যপাল বজুভাই ভালা তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করিয়ে তাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৫ দিন সময় দিয়েছিল। ইয়েদুরাপ্পা এক লাইনের আস্থা প্রস্তাব পেশ করেন। তাতে বলা হয়, এই সভা বি এস ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন মন্ত্রি পরিষদে আস্থা প্রকাশ করছে। ভাষণে ইয়েদুরাপ্পা বলেন, মানুষ কংগ্রেস ও জেডিএস-কে ভোটে প্রত্যাখ্যান করলেও ওরা ব্যাপক জনাদেশের রায়ের বিরুদ্ধে সুবিধাবাদী জোট করেছে। তবে আমি আস্থাভোটের মুখোমুখি হচ্ছি না। ইস্তফা দিচ্ছি। রাজভবনে গিয়ে ইস্তফাপত্র পেশ করব। তিনি এবার ‘মানুষের কাছে যাবেন’ বলেও জানান ইয়েদুরাপ্পা।
তিনি সরে যাওয়ায় কংগ্রেসের সমর্থনে জেডি (এস) রাজ্য সভাপতি এইচ ডি কুমারস্বামীর সামনে সরকার গঠনের পথ প্রশস্ত হলে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জোটের দাবি, তাদের পক্ষে আছেন ১১৭ জন এমএলএ।
ইয়েদুরাপ্পার ইস্তফার পর সরকার গঠনের ব্যাপারে মন্তব্য জেডি (এস)নেতা এইচ ডি কুমারস্বামী বলেন, আমাদের কোনও তাড়া নেই। রাজ্যপালের আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি। সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ