Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুফনকে পিএসজির প্রস্তাব!

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন জিয়ানলুইজি বুফন। গতকাল ভেরোনার বিপক্ষে সেরি আ লিগের শেষ ম্যাচের মাধ্যমে তুরিনের ক্লাবে শেষ হলো এক কিংবদন্তির সাফল্যগাধা অধ্যায়ের। জুভাদের হয়ে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে অনেক সাফল্যের অগ্রপথিক হিসেবে অবদান রেখেছেন বুফন।
জুভেন্টাসের হয়ে শেষ ম্যাচ খেলেছেন বটে, কিন্তু এর মাধ্যমে কি নিজের ক্লাব ক্যারিয়ারেরও ইতি টেনে দিলেন? এমন কোন আভাস এখনো দেননি বুফন। কিন্তু বয়স চল্লিশ হয়ে গেছে বলেই প্রশ্নটা ঘুরে ফিরে এসে যাই। কিন্তু বয়সকে যিনি শ্রেফ একটা সংখ্যা বানিয়ে এখনো প্রতাপের সঙ্গেই খেলে যাচ্ছেন তিনি থামবেন কেন। সেটা আঁচ করতে পেরেই জুভেন্টাসের বিদায়ী অধিনায়কে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
সূত্রের মাধ্যমে ইএসপিএন এফসি জানায়, ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য পিএসজি দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। পিএসজি আশা করে বুফন তার ফুটবলীয় ক্যারিয়ার চালিয়ে যাবে। ইতোমধ্যেই পিএসজিতে গোলরক্ষক হিসেবে আছেন আলফোনসে আরেওলা ও কেভিন ট্র্যাপ। কিন্তু দলের স্পোর্টিং ডাইরেক্টর আনটেরো হেনরিক ও নতুন কোচ থমাস টাচেল এই পজিশনটি আরো শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন।
এবারের গ্রীষ্মে ট্র্যাপের দলত্যাগ করার বিষয়টি প্রায় নিশ্চিত। অন্যদিকে পিএসজি একাডেমী থেকে ডিগ্রিপ্রাপ্ত আরেওলা পার্ক ডি প্রিন্সেসেই থেকে যাবেন। অভিজ্ঞতার নিরিখেই বুফনকে দলে রাখা হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। হেনরিক ও টাচেল বিশ্বাস করেন দীর্ঘমেয়াদে পিএসজির এক নম্বর গোলরক্ষক হিসেবে আরেওলাই প্রথম পছন্দ ছিলো। কিন্তু এবারের মৌসুমে ২৫ বছর বয়সী এই ফ্রেঞ্চ গোলরক্ষক তেমন কোন উন্নতি দেখাতে পারেনি। এ ক্ষেত্রে বুফনই হতে পারেন তাদের সঠিক মেন্টর। অভিজ্ঞ এই ইতালিয়ানের কাছ থেকে আরেওলা অনেক কিছু শিক্ষা নিতে পারেন।
এদিকে সূত্রটি আরো জানিয়েছে, বুফন ছাড়াও এসি মিলানের গিয়ানলুইজি ডোনারুম্মা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ইয়ান ওবলাকের দিকেও দৃষ্টি দিয়েছে পিএসজি। তবে সবার থেকেই এগিয়ে আছেন বুফন। বুফনের এজেন্ট সিলভানো মার্টিনাও কয়েকটি লোভনীয় প্রস্তাব পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় রেডিও স্টোর্প্টিভায় মার্টিনা বলেছেন, ‘বুফনের জন্য কয়েকটি ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব এসেছে। এর মধ্যে মাঠ ও মাঠের বাইরে দুই ধরনের প্রস্তাবই আছে। কিন্তু সে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। এ ব্যাপারে গিগি এখনই কিছু বলতে চাইছে না। সে কারণে আমিও মনে করি এখন এ ব্যাপারে কিছু না বালাই ভালো।’
ভিক্টোরিয়া ও অ্যাজাক্সের বড় জয়
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ভিক্টোরিয়া ও অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। গতকাল দুপুরে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে যোগরাজ সিং দু’টি এবং পুস্পিন্দর সিং ও শেখ সাহিবাজ একটি করে গোল করেন। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্স ৮-২ গোলে বিধ্বস্ত করে আজাদ স্পোর্টিং ক্লাবকে। অ্যাজাক্সের হয়ে রাহাত সারোয়ার ও লক্ষীন্দর সিং দু’টি করে এবং গুরপ্রিত সিং, হৃদয় আনাস, শিহাব হোসেন ও নাজমুল হাসান একটি করে গোল করেন। আজাদের দেবাশীষ রায় ও আসগর আলি দু’টি গোল শোধ দেন। আজ একই ভেন্যুতে দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরে লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব খেলবে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। এবং বিকালে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবের প্রতিপক্ষ অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ