Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা চিকিৎসায় মৃত্যুশয্যায় একজন মুক্তিযোদ্ধা

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয়ী সৈনিক মতিউর রহমান সংসার জীবনে একেবারে পরাজিত। তার সহায় সম্বল বলতে কিছুই নেই। নেই থাকার মতো বাড়ীর এক টুকরো জায়গা। জীবনের অধিকাংশ সময় জীবিকা নির্বাহ করেছেন পত্রিকা বিক্রি করে। এখন প্যারালাইস্ড হয়ে পড়ে থাকায় তার পরিবার চলছে অনাহারে অর্ধাহারে। মতিউর রহমান এর স্ত্রী মমেনা বেগম জানায়, তার স্বামী মতিউর রহমান ৩ মাস আগে হৃদরোগে আক্রান্ত হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ১০দিন চিকিৎসা করার পর বাড়ীতে নিয়ে আসেন। এর কিছুদিন পরে আবারো সে হৃদরোগে আক্রান্ত হয়। তখন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় সে প্যারালইস্ড এ আক্রান্ত হন। এখন সে হাটতে পারেনা এমনকি কথাও বলতে পারে না। তাকে চিকিৎসা করার মতো তার কোনো আর্থিক সংগতিও নেই। ফলে বিনা চিকিৎসায় এখন মৃত্যুর প্রহর গুনছেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। এজন্য তার স্ত্রী মমেনা বেগম বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এর চিকিৎসার জন্য হৃদয়বান বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনা চিকিৎসায় মৃত্যুশয্যায় একজন মুক্তিযোদ্ধা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ