সিরাজগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বিএ কলেজ রোডের এ্যাডভোকেট কর্ণারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ি গুপিনাথপুর গ্রামের আয়নাল হকের ছেলে জহুরুল ইসলাম (৩০) ও তার চাচা মোজাম হোসেনের ছেলে বেলাল হোসেন (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য আমির আলী জানান, ৬তলা ভবনে বাঁশের মাচায় রশি বেঁধে পলেস্তারার কাজ করছিলেন জহুরুল ও বেলাল। এসময় হঠাৎ রশি ছিড়ে ওরা দুজন নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক বেলালকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে রেফার্ড করলে সেখানে নেয়ার তারও মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. দাউদ এ তথ্য নিশ্চিত করেছেন