ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের খালে নিখোঁজ হওয়ার একদিন যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল মান্নান, বয়স ১৮ বছর। শনিবার সকালে কালাছড়া ইউনিয়নের ঘাটিমোড়া গ্রামের রেলব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) মো. কবির হোসেন জানান, শুক্রবার সকালে মান্নানসহ দুই কৃষক ধানের আটি আনতে ক্ষেতে যান। সে সময় ভারতীয় উজানের ঢল শুরু হলে পানির স্রোতে ধান তলিয়ে যেতে থাকলে মান্নান ধান বাঁচাতে খালে ঝাঁপ দেন। এরপর থেকে সে নিখোঁজ থাকে।
পরে সকালে ঘাটিমোড়া এলাকার রেল ব্রিজের নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
নিহত মান্নান উপজেলার চম্পকনগর ইউনিয়নের টুকচানপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।