Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেক্সাসের স্কুলে গুলিতে ৮ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

দক্ষিণপূর্ব টেক্সাস শহরের সান্তা ফে শহরের একটি উচ্চ বিদ্যালয় গতকাল শুক্রবার সকালে গুলিতে মারা গেছে অন্তত ৮ জন। সিএনএন সহযোগী বার্তা সংস্থা একথা জানিয়েছে। বিগত ৮ দিনের মধ্যে স্কুলে গোলাগুলির এটি তৃতীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বছরের শুরু থেকে ২২তম ঘটনা।
গ্যালভেস্টনের প্রায় ২০ মাইল দূরের সান্তা ফে উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিন্সিপাল ক্রিস রিচার্ডসন জানান, স্কুলে গুলি করার সময় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। হ্যারিস কাউন্টি শেরিফ এড গঞ্জালেজ টুইটারে বলেন, দ্বিতীয় ব্যক্তিটিকেও গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, স্কুলে গুলির আওয়াজ শুনে ছাত্রদের দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তারা স্কুলে একটি এলার্ম শোনার কথাও বর্ণনা করেছেন যদিও ঘটনাক্রম তাৎক্ষণিকভাবে তাদের কাছে পরিষ্কার ছিল না।
সান্তা ফে হাই স্কুলের ওই গুলির ঘটনা ছাড়াও গত ৮ দিনের মধ্যে আরও দুটি এমন ঘটনা ঘটেছে। গত বুধবার ইলিনয়ের ডিক্সন হাই স্কুলের গ্রাজুয়েশন অনুষ্ঠানের প্রস্তুতিপর্বে গুলি চালিয়ে এক কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। ওই ঘটনায় মারাত্মক আহত হয় বিদ্যালয়ের সাবেক এক ছাত্র। এছাড়া গত ১১ মে ক্যালিফোর্নিয়ার পালমাডেলে ১৪ বছরের এক কিশোর হাইল্যান্ড স্কুলে আধা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছোঁড়া শুরু করেছিল। ওই ঘটনায় একজন আহত হয়েছিল একজন। সূত্র : সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ