Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানের শীষের আশায় লড়াইয়ের মাঠে ২০ জন

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘাটাইল উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছে ওরা ২০ জন। গত মঙ্গলবার দলীয় মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের শেষ দিনে ৮ ইউনিয়নে ২০ নেতা কর্মী দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক একেএম রেজাউল করিম দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করেন। তিনি জানান, দলীয় মনোনয়ন বিতরণ ও গ্রহণের শেষ দিন ৮ ইউনিয়নে সর্বমোট ২০ জন নেতাকর্মী সংগ্রহ করেন এবং সকলেই তাদের মনোনয়ন ফরম জমা দেন। মনোনয়ন প্রত্যাশীরা কর্মী সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন করে তাদের দলীয় মনোনয়ন ফরম জমা দেন। তারা সকলেই যার যার অবস্থান থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় ব্যাপারে আশাবাদী। দেউলাবাড়ি ইউপি : বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান। ঘাটাইল ইউপি : বিআরডবি’র সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হারুন অর রশিদ, যুবদল নেতা আসাদুজ্জামান শাহীন, জামুরিয়া মডেল ইউপি : এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ইখলাক হোসেন খান (শামীম খান) ও শ্রমিক দলের নেতা আঃ বাছেদ লোকেরপাড়া ইউপিঃ ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শিবলী ও সোলায়মান কবীর। আনেহলা ইউপিঃ বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা শফিউর রহমান মুক্তা ও সবুজ খান। দিঘলকান্দি ইউপিঃ বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহিনুর রহমান উপজেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা তালুকদার। দিগড় ইউপিঃ বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. আঃ ছাত্তার ও ইউনিয়ন বিএনপির সভাপতি মনছুর আহম্মেদ সম্পাদক আবুল কালাম আজাদ মামুন দেওপাড়া ইউপিঃ ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ছালাম, সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, বিএনপি নেতা শুকুর মাহমুদ ও এরশাদুল ইসলাম রোকন। উল্লেখ্য, উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করলেও ইউনিয়ন বিভক্তিকরণ এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে ধলাপাড়া, রসুলপুর ও সন্ধানপুর এই তিনটি ইউনিয়নের নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। সে কারণে বিএনপি ৮টি ইউনিয়নে তাদের দলীয় মনোনয়ন বাছাই করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধানের শীষের আশায় লড়াইয়ের মাঠে ২০ জন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ