Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে তিন ঝুট ব্যবসায়ীকে হুমকির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : জোর পূর্বক ঝুট ব্যবসা দখলের চেষ্টায় বাধা দেওয়ায় সাভারের আশুলিয়ায় তিন ঝুট ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে স্থানীয় এক যুবলীগ নেতা ও তার সংগীরা। এঘটনায় ওই তিন ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই নিজেদের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়রি (নং-৪১৯) করেছেন ।
এলাকাবাসী জানায়, আশুলিয়ার ডিইপিজেডের নতুন জোনে দীর্ঘ দিন ধরে শিন শিন পল্লী ও হিংগিতা বাংলাদেশ নামক দুটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা করে আসছিলেন বাইপাইল এলাকার হালিম তালুকদার, সুবেলুর রশিদ শুভ ও নজরুল ইসলাম। গত কয়েকদিন ধরে ওই দুটি পোশাক কারখানার ঝুট জোর পূর্বক ভাবে দখল করার চেষ্টা করে আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈনুল ইসলাম ভুইয়া তার সংগী ইলিয়াস, নয়ন, তাহের, আলামিন, উজ্জল ও দিপু। পরে ওই তিন ব্যবসায়ী ঝুট ব্যবসা দখলে বাধা দেওয়ায় ইউনিক এলাকায় ঝুট ব্যবসায়ী সুবেলুর রশিদ শুভকে পিটিয়ে আহত করে মঈনুল ইসলামের লোকজন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এঘটনায় ওই তিন ঝুট ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। 
স্থানীয়দের অভিযোগ, মঈনুল ইসলাম আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক এর পদ পাওয়ার পরে বিভিন্ন গার্মেন্টস ঝুট ব্যবসা নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করছেন। অবিলম্বে এলাকাবাসী তাকে আইনের আওতায় আনার জন্য সাভার উপজেলা প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই খোকন মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে যুবলীগ নেতা মঈনুল ইসলাম ভুইয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

 



 

Show all comments
  • হাবিবুর ১৮ মে, ২০১৮, ১০:৫০ পিএম says : 0
    এটা তাদের .......গত অভ্যাস। ..... যেমন .......... খাওয়া ছারান দিতে পারেনা তেমন এই .......টাও অপকর্ম বাদ দিতে পারেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ