Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

লস্কর ই-জানবি নেতাকে হত্যার দাবি পাকিস্তানের

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী লস্কর ই-জানবির এক সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার তার বিরুদ্ধে চালানো অভিযানে দেশটির এক সিনিয়র সামরিক গোয়েন্দা কর্মকর্তাও নিহত হন। আহত হন আরও চার সেনা। সেনাবাহিনী জানায়, নিহত জঙ্গির নাম সালমান বালডেনি। তিনি বিদ্রোহী গোষ্ঠীটির বেলুচিস্তানের আঞ্চলিক প্রধান। হাজারা কমিউনিটর শতাধিক মানুষকে হত্যার সঙ্গে সালমান জড়িত ছিলেন বলে জানায় তারা। তবে গোষ্ঠীটির এক মুখপাত্র জানান, সালমান তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। তিনি আইএসে যোগ দিয়েছিলেন। আইএসের পক্ষ থেকেও এখনও কোনও মন্তব্য করেনি। সেনাবাহিনী জানায়, দু’জন আত্মঘাতী বোমা হামলাকারীকেও হত্যা করা হয়েছে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি। কয়েক ঘণ্টা পর ৫ জন আত্মঘাতী হামলাকারী কোয়েটা শহরে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে। সেনাবাহিনী তাদের প্রতিহত করতে সক্ষম হয় বলে দাবি পুলিশের। হত্যা করা হয় পাঁচ জনকেই। ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ