Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে নিষেধাজ্ঞার প্রভাব ঠেকাতে তৎপর ইইউ

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানের ওপর আরোপিত ওয়াশিংটনের নিষেধাজ্ঞা থেকে নিজেদের কোম্পানিগুলোকে রক্ষার উপায় খুঁজছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য ‘বøকিং স্টাটুট’ নামের একটি আইন কার্যকর করতে শুক্রবার থেকে প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে ইউরোপীয় দেশগুলোর একটি কমিশন। বৃহস্পতিবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ইউ নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জেন ক্লাউড জাঙ্কার বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা থেকে ইউরোপীয়ান কোম্পানিগুলোকে রক্ষার দায়িত্ব রয়েছে তাদের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে ২০১৫ সালে তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫ দেশ ও জার্মানি। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিতে ‘সবচেয়ে খারাপ’ চুক্তি আখ্যা দিয়ে তার থেকে এই মাসেই বের হয়ে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বহাল করা হয় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। গত ১৩ মে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের সঙ্গে ব্যবসা করা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। ওই নিষেধাজ্ঞা থেকে নিজেদের কোম্পানিগুলোকে রক্ষায় বৃহস্পতিবার বৈঠকে বসেন ইউ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জেন ক্লাউড জাঙ্কার বলেন, ‘আমাদের এখন কাজ শুরু করা দরকার, আর সেই কারণে আমরা ১৯৯৬ সালের ‘বøকিং স্টাটুট’ সচল করার প্রক্রিয়া শুরু করছি। সিএনএন, আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ