মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার বিষয়ে এক মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। সোচিতে পুতিনের গ্রীষ্মকালীন বাসভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই বৈঠকের খবর আগে থেকে জানানো হয়নি। সাত বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থনে ২০১৫ সালে সেখানে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে তিনবার আসাদের রাশিয়া সফরের কথা জানা গেছে। এর আগে গত বছরের নভেম্বরে সোচিতে পুতিনের সঙ্গে সাক্ষাত করেন আসাদ। এছাড়া ২০১৫ সালে সিরিয়ার রাশিয়ার সামরিক হস্তক্ষেপ শুরুর পর ওই বছরের অক্টোবরে মস্কো সফর করেছিলেন আসাদ। তবে এর বাইরে আসাদ রাশিয়া সফর করেছেন বলে ধারণা করা হয়। বৃহস্পতিবারের এই সাক্ষাতের আগেও কিছু জানানো হয়নি। খবরে বলা হয়, বৈঠকে নতুন মেয়াদে ভøাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান আসাদ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।